আইকিউ (Intelligence Quotient), বাংলায় যার অর্থ বুদ্ধিমত্তা পরীক্ষার ফলাফল। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের আইকিউ নিয়ে একটি তালিকা প্রকাশিত হয়েছে। কোন দেশের মানুষের আইকিউ কেমন তা নিয়ে ১৯৯টি দেশের তালিকা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ (WPR)। সাধারণত বিচক্ষণতা, দ্রুততা ও বুদ্ধিবৃত্তিক উত্তর দেওয়ার ক্ষমতার ওপর ভিত্তি করে এই আইকিউ নির্ধারণ করা হয়। আইকিউ নিয়ে করা তালিকায় প্রথম ছয়টি দেশই এশিয়ার অন্তর্ভুক্ত। শীর্ষ দশে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে যথাক্রমে জাপান, তাইওয়ান, সিঙ্গাপুর, হংকং, চীন, দক্ষিণ কোরিয়া, বেলারুশ, ফিনল্যান্ড, লিচটেনস্টেইন ও জার্মানি। তালিকায় শীর্ষে থাকা জাপানের স্কোর ১০৬.৪৮ পয়েন্ট। আর সর্বনিম্নে স্থানে রয়েছে নেপাল, তার স্কোর মাত্র ৪২.৯৯ পয়েন্ট। জনগণের গড় আইকিউ ৭৪.৩৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ১৫০ তম। ৭৬.৭৪ পয়েন্ট স্কোর নিয়ে ভারত আছে ১৪৩ তম অবস্থানে। ১২০ তম অবস্থানে থাকা পাকিস্তানের স্কোর ৮০ পয়েন্ট। এদিকে, দারিদ্র্যপীড়িত দেশ আফগানিস্তান গড় আইকিউয়ে ৮২ পয়েন্ট নিয়ে রয়েছে ১০৩ তম অবস্থানে।