কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

সন্তান স্কুল ফাঁকি দিলে মা-বাবার জেল

post title will place here

সন্তান যদি যৌক্তিক কারণ ছাড়া ২০ দিন স্কুলে না যায় তাহলে হাজতবাসের মতো সাজা হতে পারে মা-বাবার। এমনটাই ঘোষণা করেছে সঊদী আরবের শিক্ষা মন্ত্রণালয়। দেশটির নতুন ‘চাইল্ড প্রটেকশন ল’-এ এই ব্যবস্থা রাখা হয়েছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কোনো শিক্ষার্থী তিন দিন অনুপস্থিত থাকলে প্রাথমিক সতর্কতা জারি করা হবে। তাকে কাউন্সিলরের কাছে পাঠানো হবে। পাঁচ দিন অনুপস্থিত থাকলে দ্বিতীয় দফায় সতর্কতা জারি হবে। অভিভাবককে এ ব্যাপারে জানানো হবে। যদি কোনো শিক্ষার্থী ২০ দিন স্কুলে অনুপস্থিত থাকে, তাহলে পাবলিক প্রসিকিউশন অফিস বিষয়টি তার অভিভাবকদের জানাবেন। পরে বিষয়টি নিয়ে তদন্তও করবে এ অফিস। এ ব্যাপারে অভিভাবকদের গাফিলতি পাওয়া গেলে আদালত তদন্ত সাপেক্ষে অভিভাবকদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কারাগারে পাঠানোর নির্দেশ দিতে পারবে। আর অনুপস্থিতি ২০ দিন ছাড়িয়ে গেলে এ ব্যাপারে শিক্ষা বিভাগ শিশু সুরক্ষা আইন প্রয়োগ করবে। সে ক্ষেত্রে অভিভাবকদের হাজতবাসও হতে পারে। মূলত শিশুর যত্ন নেওয়ার ক্ষেত্রে অবহেলার কারণে তাদের এ শাস্তি ভোগ করতে হবে।


Magazine