কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

কুরআন চর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে মালদ্বীপের উদ্যোগ

মালদ্বীপকে কুরআন চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করছেন প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুইজ্জু। তিনি বলেন, ইসলামিক রাষ্ট্র হিসেবে কুরআন তেলাওয়াত ও প্রচার-প্রসারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

রোববার (১২ অক্টোবর) ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত ৩৭তম জাতীয় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার সমাপনীতে তিনি জানান, তরুণ প্রজন্মকে কুরআনের সঙ্গে সম্পৃক্ত করতে সরকার প্রতিযোগিতাটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দেশের সব অঞ্চলের শিক্ষার্থীরা এতে আন্তরিকভাবে অংশ নেবে। তিনি বলেন, ‘মালদ্বীপের শিশুরা যেন কুরআন তেলাওয়াতকে গৌরবের বিষয় মনে করে—এটাই আমার প্রত্যাশা’। এ লক্ষ্যে সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রতিযোগিতায় পুরস্কারের মান বাড়ানোসহ সার্বিক প্রথম স্থান অর্জনকারীর জন্য বিশেষ পুরস্কার চালু করা হয়েছে। এতে এটি মালদ্বীপের অন্যতম মর্যাদাপূর্ণ ইসলামিক আয়োজন হিসেবে স্বীকৃতি পেয়েছে।

এবারের প্রতিযোগিতায় ১১৯টি প্রতিষ্ঠান থেকে ১,০২৩ জন অংশ নেয়। ১৮–২৬ সেপ্টেম্বর কিং সালমান মসজিদে অনুষ্ঠিত এ আয়োজনে প্রেসিডেন্ট, ফার্স্টলেডি ও মন্ত্রিসভার সদস্যরা বিজয়ীদের পুরস্কৃত করেন।


Magazine