কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

এবারের হজ্জে কেউ করোনায় আক্রান্ত হননি

চলতি বছরের হজ্জ পর্বে হাজীদের মধ্যে কেউ করোনায় আক্রান্ত হননি বলে জানিয়েছে সঊদী আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। হজ্জযাত্রীরা বিদায়ী তাওয়াফ সম্পন্ন করার পর সঊদীর স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। এ বছর হজ্জের স্বাস্থ্যবিষয়ক পরিকল্পনা সফলভাবে সম্পন্ন হয়েছে। হজ্জযাত্রীদের মধ্যে কারো করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য সুরক্ষামূলক পদক্ষেপ অনুসরণ করায় হজ্জের কার্যাবলি নিরাপদভাবে সমাপ্ত হয়েছে। করোনা সংক্রমণ রোধে হজ্জযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে স্বাস্থ্যবিধি ও সতর্কতামূলক সব পদক্ষেপ অনুসরণ করে হজ্জের কর্মসূচি বাস্তবায়ন করায় সঊদী সরকারকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বস্বাস্থ্য সংস্থা (Wরযিয়াল্লাহু আনহুমারহিমাহুমুল্লাহ)। করোনাভাইরাস সংক্রমণে সতর্কতায় দ্বিতীয় বছরের মতো এবার সঊদী আরবের বাইরে থেকে কেউ হজ্জের সুযোগ পাননি। দেশটিতে বাস করা ১৫-৬৫ বছর বয়সী সঊদী নাগরিক ও বিদেশী বাসিন্দাদের করোনাভাইরাস সংক্রমণ রোধে টিকা দেওয়া সাপেক্ষে হজ্জের অনুমতি দেওয়া হয়। হজ্জের অনুমতির জন্য পাঁচ লাখের বেশি আবেদন থেকে বাছাই করে সঊদী আরবে বাস করা ১৫০ দেশের মোট ৬০ হাজার আবেদনকারীকে দেশটির হজ্জ ও ওমরা মন্ত্রণালয় হজ্জের অনুমতি দেয়।


Magazine