পবিত্র এই মাস উপলক্ষ্যে এক হাজারেরও বেশি বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছে আবর আমিরাত। রামাযান মাস উপলক্ষ্যে ভাইস প্রেসিডেন্ট শেখ মুহাম্মাদ বিন রশীদ দুবাইয়ের ৯৭১ বন্দি এবং ফুজাইরার শাসক শেখ হামাদ বিন মুহাম্মাদ আল শারকী আমিরাতের ১৫১ বন্দিকে মুক্তির নির্দেশ দেন। তা ছাড়া অন্যান্য অঞ্চলেও বিভিন্ন মেয়াদে সাজা পাওয়া বন্দিদেরও মুক্তি দেওয়া হয়। ক্ষমাপ্রাপ্ত এসব বন্দিকে বিভিন্ন অপরাধের জন্য কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছিল। পবিত্র রামাযান মাসসহ গুরুত্বপূর্ণ ইসলামী উপলক্ষ্যেকে কেন্দ্র করে বন্দিদের ক্ষমা করা সংযুক্ত আরব আমিরাতের শাসকদের খুবই সাধারণ অভ্যাস। এর মাধ্যমে মুক্তিপ্রাপ্ত বন্দিদের ভবিষ্যৎ নতুন করে গঠনের এবং সফল সামাজিক ও পেশাগত জীবনযাপনের পাশাপাশি নিজেদের পরিবার, সম্প্রদায়ের সেবায় ইতিবাচকভাবে অবদান রাখার সুযোগ দেয়।