দীর্ঘদিন ধরে আল্ট্রাসাউন্ড ব্যবহৃত হয়ে আসছে শরীরের অভ্যন্তরীণ অঙ্গ পর্যবেক্ষণে। তবে এখন এটি ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার জেন জু উদ্ভাবন করেন ‘হিস্টোট্রিপসি’ নামের এক পদ্ধতি, যা উচ্চ-ফ্রিকোয়েন্সির শব্দতরঙ্গ দিয়ে অস্ত্রোপচার ছাড়াই ক্যানসার টিউমার ভেঙে দেয়।
২০২৩ সালে যুক্তরাষ্ট্রের এফডিএ লিভার ক্যানসারের চিকিৎসায় এ প্রযুক্তি অনুমোদন দেয় এবং ২০২৪ সালে ব্রিটেনের এনএইচএস পাইলট প্রোগ্রামে এটি অন্তর্ভুক্ত হয়। এতে আল্ট্রাসাউন্ড তরঙ্গ টিউমারের নির্দিষ্ট স্থানে প্রয়োগ করে মাইক্রোবাবল তৈরি করে, যা বিস্ফোরিত হয়ে টিউমার টিস্যু ধ্বংস করে। এরপর শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা মৃত কোষ অপসারণ করে ফেলে।
এই চিকিৎসা ব্যথামুক্ত, বিষমুক্ত ও দ্রুত সম্পন্ন হয়; অনেক ক্ষেত্রেই রোগীকে একই দিন বাড়ি পাঠানো যায়। গবেষকদের মতে, আল্ট্রাসাউন্ড ক্যানসার ধ্বংসের পাশাপাশি কেমোথেরাপি, রেডিয়েশন ও ইমিউনোথেরাপির কার্যকারিতাও বাড়াতে পারে। যদিও সব ধরনের ক্যানসারে এটি সমান কার্যকর নয়, বিশেষত হাড় বা গ্যাস টিস্যুর ক্ষেত্রে। তবু বিজ্ঞানীরা আশাবাদী— ভবিষ্যতে শব্দতরঙ্গই হয়ে উঠতে পারে অস্ত্রোপচারবিহীন ক্যানসার চিকিৎসার নতুন হাতিয়ার।
