কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৬) : ছালাতের কোনো এক রাকআতে সিজদার সংখ্যা একটি হলো নাকি দুটি হলো এমন সন্দেহ হলে করণীয় কী?

উত্তর : ছালাতে সিজদা কম হয়েছে বলে সন্দেহ হলে সিজদা করে নিতে হবে। তারপর শেষে সাহু সিজদা দিয়ে সালাম ফিরাবে। কেননা রুকূ-সিজদা ছুটে গেলে রাকআত বাতিল হয়ে যায় (ছহীহ আত-তারগীব ওয়াত-তারহীব, হা/৫৩৯; সিলসিলা ছহীহা, হা/২৫৩৭)। সিজদা আদায় করার ক্ষেত্রে মুছল্লী তার ইয়াক্বীন তথা নিশ্চিত জ্ঞানের উপর নির্ভর করবে। ইয়াক্বীন হচ্ছে- ছোট সংখ্যাটি হিসাব করা। তাই সে শুধু একটি সিজদা দিয়েছে ধরে নিয়ে দ্বিতীয় সিজদাটি আদায় করবে। এরপর সালাম ফিরানোর আগে সাহু সিজদা দিবে (ছহীহ মুসলিম, হা/৫৭১; মিশকাত, হা/১০১৫)। তবে দাঁড়িয়ে যাওয়ার পরে যদি সিজদা ছুটে গেছে বলে সন্দেহ হয় বা সালাম ফিরিয়ে দিয়ে থাকে তাহলে ঐ স্থানে আরেক রাকআত পড়ে নিয়ে সাহু সিজদা দিবে (শাইখ বিন বাযের ফতোয়াসমগ্র, ১১/৩০)।

প্রশ্নকারী : মুহাম্মদ বিল্লাল

ওয়ারী, ঢাকা।


সাওয়াল জওয়াব

প্রশ্ন (৭) : বিতর ছালাতের পর অন্য কোনো ছালাত আদায় করা যাবে কি?

প্রশ্ন (৮) : অনেক মসজিদে ইমাম ও মুয়াজ্জিনের জন্য পৃথক জায়নামাযের ব্যবস্থা থাকে। আবার অনেকেই নিজ নিজ জায়নামায বিছিয়ে ছালাত আদায় করে। এতে বিশেষ কোনো নেকী আছে কি?

প্রশ্ন (১১) : চার রাকআতবিশিষ্ট ছালাতের প্রথম বৈঠকে ধীরস্থিরভাবে তাশাহুদ পড়ার পরেও অনেক সময় দেখি ইমাম সাহেবের তাশাহুদ পড়া শেষ হচ্ছে না। এমতাবস্থায় করণীয় কী?

প্রশ্ন (১২) : যারা প্রতি সপ্তাহে ঢাকায় যাতায়াত করে তারা কি ঢাকায় অবস্থানকালে ছালাত ক্বছর করবে?

প্রশ্ন (১৪) : কোনো মুছল্লীর দু‘আ কুনূত জানা না থাকলে জামাআতে ইমাম যখন কুনূত পড়বেন তখন তার করণীয় কী?

প্রশ্ন (১৫) : চার রাকআত ছালাতের নিয়তে দাঁড়িয়ে যদি ভুলক্রমে দুই রাকআত শেষে সালাম ফিরানো হয়, তাহলে কি ঐ ছালাত পুনরায় শুরু থেকে পড়তে হবে?

প্রশ্ন (১৬) : ছালাতের কোনো এক রাকআতে সিজদার সংখ্যা একটি হলো নাকি দুটি হলো এমন সন্দেহ হলে করণীয় কী?

প্রশ্ন (২০) : ‘আল্লাহুম্মা আজিরনী মিনান্নার’ ও ‘রব্বানা আ-তিনা ফিদ্দুনইয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া ক্বিনা আজাবান্নার’ দু‘আ দুটি সিজদায় পড়া যাবে কি?

প্রশ্ন (২১) : ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ’ এই কালেমাকে যিকির হিসাবে পড়া যাবে কি?

প্রশ্ন (২৩) : রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি দরূদ পাঠের ক্ষেত্রে ‘দরূদে ইবরাহীম’ ব্যতীত অন্য কোনো দরূদ আছে কি?

প্রশ্ন (২৫) : জনৈক আলেম বলেছেন, কয়েকজন মিলে ৪,৪৪৪ বার দরূদে নারিয়া পাঠ করা অনেক ফযীলতের কাজ। এ কথার শারঈ কোনো ভিত্তি আছে কি?

প্রশ্ন (২৬) : বিচার দিবসে সূরা মুলকের সুপারিশ পাওয়ার জন্য সেটা কি প্রতিদিন রাতে শুধু ঘুমানোর সময়ই পড়তে হবে না-কি রাতের যে কোনো সময়ই পড়া যাবে?

প্রশ্ন (২৮) : মসজিদের সামনে কবর। কিন্তু উভয়ের মাঝে কোনো প্রাচীর নেই। এখন করণীয় কী?

প্রশ্ন (২৯) : কবুতর পোষার জন্য মসজিদের ছাদের ‍উপর ছোট ঘর নির্মাণ করাযাবে কি?

প্রশ্ন (৪৯) : উমার রযিয়াল্লাহু আনহু তার এক ছেলেকে মদ পানের অপরাধে ৫০ বেত্রাঘাত করেন। এরপর ছেলেটি মারা গেলে বাকি ৩০ বেত্রাঘাত তার কবরে মারেন। এ ঘটনারকোনো দলীল আছে কি?

প্রশ্ন (৩৪) : শারঈ কোনো কারণ ছাড়া স্বামীর কথায় মা-বাবার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে কি?

প্রশ্ন (৩৫) : স্বামী মারা যাওয়ার পর দেবরকে বিবাহ করা যাবে কি?

প্রশ্ন (৩৬) : তিন বছর আগে মেয়ের পরিবারের অমতে আমাদের বিবাহ হয় এবং একটি সন্তানও হয়েছে। তবে বর্তমানে উভয়ের পরিবার তা মেনে নিয়েছে। এমতাবস্থায় পূর্বের বিবাহ বহাল থাকবে নাকি নতুন করে বিবাহ পড়াতে হবে ও মোহর নির্ধারণ করতে হবে? আর সন্তানটির ব্যাপারে হুকুম কী?

প্রশ্ন (৩৭) : এক ব্যক্তি তার স্ত্রীকে ১৫ বছর পূর্বে এক তালাক দিয়ে ঘর-সংসার করতে থাকে। তার ৮ বছর পরে আবার এক তালাক দেয়। বর্তমানে তাকে তৃতীয়বারের মতো আবার তালাক দেয়। কিন্তু তারা পুনরায় ঘর-সংসার করতে চাইলে জনৈক আলেম তাদেরকে নতুন বিয়ে করার জন্য ফতওয়া দেন। এ বিয়ে কি ইসলাম সমর্থন করে?

প্রশ্ন (৩৮) : উভয়ের অভিভাবকের অজান্তে কাজী অফিসে দুজন অপরিচিত সাক্ষীর মাধ্যমে ছেলে-মেয়ের বিবাহ হয়। একটি সন্তান হওয়ার পরে ছেলে মেয়েকে প্রথমে এক তালাক দেয় এবং তারপর কিছুদিন ঘর-সংসার করার পরে আবার একসাথে দুই তালাক দেয়। উক্ত বিবাহ ও তালাক কি বৈধ হবে? যদি না হয় তাহলে ঐ সন্তানটির ব্যাপারে করণীয় কী?

প্রশ্ন (৪৩) : মোবাইল বা অনলাইনে যে কোনো ধরনের গেমস খেলা যাবে কি?

প্রশ্ন (৪৪) : শরীরের কোনো স্থানে কেটে গেলে সেই ক্ষত স্থানের রক্ত কি খাওয়া যাবে?

প্রশ্ন (৪৫) : ছাদাক্বার মাল গ্রহণকারী কোনো অভাবী ব্যক্তি যদি তার বিবাহে উক্ত মাল থেকে খরচ করে ওয়ালীমার ব্যবস্থা করে তাহলে কি ধনী ব্যক্তিরা তা খেতে পারবে?

প্রশ্ন (৪৬) : আমি পেশায় একজন নার্স। মাঝেমধ্যে কোনো কোনো রোগী আমার প্রতি খুশি হয়ে ২০০/১০০ টাকা হাদিয়া দেন। আবার কখনো খাবারও খেতে দেন। এটা গ্রহণ করা বৈধ হবে কি?

প্রশ্ন (৪৭) : আমেরিকা ও কানাডার অনেক প্রবাসী ড্রাইভার তাদের গাড়ীর গ্যারান্টির মেয়াদ ঠিক রাখার জন্য কিছুদিন পরপর মাইলেজ কমিয়ে দেন। কেননা এ সকল দেশে পাঁচ বছরের মধ্যে যদি গাড়ীর মাইলেজ ৬০,০০০ কিলোমিটার অতিক্রম করে তাহলে উক্ত গ্যারান্টির মেয়াদ বাতিল হয়ে যায়। তাই গাড়ীর মাইলেজ ৮০,০০০ কিলোমিটার হয়ে থাকলে তা কমিয়ে দিয়ে ৪০,০০০ কিলোমিটার করে থাকেন। এভাবে যারা জীবিকা নির্বাহ করে তাদের উপার্জন কি বৈধ হবে?

প্রশ্ন (৪৮) : পুরুষের জন্য লাল ও হলুদ রঙের কাপড়, টুপি ও পাগড়ি পরিধানের বিধান কী?

Magazine