উত্তর: জর্দা নেশাজাতীয় দ্রব্য, যা খাওয়া হারাম (ছহীহ বুখারী, হা/৪৩৪৩; ছহীহ মুসলিম, হা/১৭৩৩)। এ রকম ত্রুটিপূর্ণ ব্যক্তিকে ইমাম নিযুক্ত করা ঠিক নয়। তবে কোনো কারণে কেউ এ ধরনের ব্যক্তির পিছনে ছালাত আদায় করলে তার ছালাত হয়ে যাবে। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদেরকে ইমাম ছালাত আদায় করাবেন। বস্তুত যদি ছালাত ভালোভাবে পড়ায় তবে তোমাদের জন্য সফলতা আছে (তার জন্যও আছে)। আর সে যদি কোনো ভুল করে ফেলে তাহলে তোমরা ছওয়াব পাবে। তার জন্য সে পাপী হবে’ (ছহীহ বুখারী, হা/৬৯৪)।
প্রশ্নকারী : আল আমিন
ইসলামপুর, জামালপুর।