উত্তর: হ্যাঁ, উক্ত ব্যাখ্যা সঠিক। কেননা বিভিন্ন হাদীছের মাধ্যমে জানা যায় যে, সামনে দিয়ে মহিলা, গাধা পার হলে ছালাত বাতিল হবে না। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে ঘুমাতাম, আমার পা দুখানা তাঁর কিবলার দিকে ছিল। তিনি সিজদায় গেলে আমার পায়ে মৃদু চাপ দিতেন, তখন আমি পা দুখানা গুটিয়ে নিতাম। আর তিনি দাঁড়িয়ে গেলে আমি পা দুখানা প্রসারিত করতাম। তিনি রাযিয়াল্লাহু আনহা বলেন, সে সময় ঘরগুলোতে বাতি ছিল না (ছহীহ বুখারী, হা/৩৮২)। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, আমি একটা মাদী গাধার উপর সওয়ার হয়ে এলাম, তখন আমি ছিলাম সাবালক হবার নিকটবর্তী। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দেয়াল ব্যতীত অন্য কিছুকে সুতরা বানিয়ে মিনায় লোকদের নিয়ে ছালাত আদায় করছিলেন। কাতারের কিছু অংশ অতিক্রম করে আমি সওয়ারী হতে অবতরণ করলাম। গাধীটিকে চরাতে দিয়ে আমি কাতারে শামিল হয়ে গেলাম। আমাকে কেউই এ কাজে বাধা দেয়নি (ছহীহ বুখারী, হা/৪৯৩)।
প্রশ্নকারী : মুহাম্মদ ফাইয়াজ খান
চাঁদপুর সদর, চাঁদপুর।