উত্তর: ২০ রামাযান অতিবাহিত হওয়ার পর মাগরিবের পর ই‘তিকাফে প্রবেশ করবে। কারণ শেষ দশক আরম্ভ হয় ২০ রামাযানের সূর্য ডুবার পর হতে (ছহীহ মুসলিম, হা/১১৭২)। আর ২১ তারিখ ফজর পর হতে ই‘তিকাফকারী সম্পূর্ণ একাকী ইবাদতে মশগুল থাকবে (ফাতাওয়া ইবনু উছায়মীন, ২০/১৭০)।
প্রশ্নকারী : আতাউর রহমান
ময়মনসিংহ।