উত্তর: কারো গীবত করা ইসলামে নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাক’ (আল-হুজুরাত, ৪৯/১২)। তবে কিছুক্ষেত্রে নেকীর আশায় জনস্বার্থে সমালোচনা করা যায়। যেমন-অত্যাচারীর অত্যাচার প্রকাশ করা, সমাজ থেকে অন্যায় দূর করা এবং পাপীকে সঠিক পথে ফিরিয়ে আনার ব্যাপারে সাহায্য করা, হাদীছের সনদ যাচাই, মুসলিমদেরকে মন্দ থেকে সতর্ক করা, পাপাচার ও বিদআত থেকে সাবধান করা, প্রসিদ্ধ নাম বলে তাকে পরিচয় করিয়ে দেওয়া ইত্যাদি (নববী, রিয়াযুছ ছালেহীন, পৃ. ৪২৫)।
প্রশ্নকারী : আব্দুল খালেক সালাফী
মিরপুর, ঢাকা।