উত্তর: এ ব্যাপারে বর্ণিত হাদীছটি জাল। হাদীছটি হলো, ইবনু আমর রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা কুরআনের ধারক-বাহককে সম্মান করো। যে ব্যক্তি তাদের সম্মান করে সে আমাকে সম্মান করে’ (জামীউছ ছগীর, হা/৩০৬০; মাঊযূ, যঈফুল জামে, হা/১১৩৫)।
প্রশ্নকারী : রামিজ
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।