উত্তর: পান-সুপারি হারাম হওয়ার ব্যাপারে স্পষ্ট কোনো দলীল নেই। সুতরাং তা চাষাবাদ করা বা তা দিয়ে ব্যবসা করা যায়। তবে কোনো মাধ্যমে তাতে মাদকতা তৈরি করা হলে তা খাওয়া ও তা দিয়ে ব্যবসা করা হারাম। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘প্রত্যেক নেশাদার বস্তুই মদ এবং প্রত্যেক নেশা উদ্রেককারী বস্তুই হারাম’ (ছহীহ মুসলিম, হা/৫১১৮)।
প্রশ্নকারী : সেলিম রেজা
গুরুদাসপুর, নাটোর।