কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২): তিন রাকআত বিশিষ্ট বিতর ছালাতের নির্দিষ্ট সূরা আছে কি? বিতর এর পরে কোনো দু‘আ থাকলে জানাবেন।

উত্তর: বিতর ছালাত আদায়ের জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই। আল্লাহ তাআলা বলেন, ‘কুরআনের যতটুকু পড়া তোমার জন্য সহজ হয়, তুমি ততটুকু পড়ো’ (মুযযাম্মিল,৭৩/২০)। তবে বিতরের প্রথম রাকআতে সূরা আ‘লা, দ্বিতীয় রাকআতে সূরা কাফিরুন, তৃতীয় রাকআতে সূরা ইখলাছ পড়া সুন্নাত। আলী ইবনু হুজর রাহিমাহুল্লাহ .... ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতর ছালাতের এক-এক রাকআতে , سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى -قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ - قُلْ هُوَ اللَّهُ أَحَدٌপাঠ করতেন (তিরমিযী, হা/৪৬২)। তৃতীয় রাকআতে সূরা ইখলাছের পরে সূরা ফালাক ‍ও সূরা নাস পড়া যায় (তিরমিযী, হা/৪৬৩)। আর বিতরের পরের দু‘আর ব্যাপারে হাদীছে এসেছে, উবাই ইবনু কা‘ব রাযিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতর ছালাতের সালাম ফিরিয়ে বলতেন, ‘সুবহানাল মালিকিল কুদ্দুস’ (আবূ দাঊদ, হা/১৪৩০)। মুসনাদে আহমাদে এসেছে, তিনবার বলতেন এবং তৃতীয়বারে ‍আওয়াজ উচুঁ করে বলতেন (মুসনাদে আহমাদ, হা/১৫৩৬১)।

প্রশ্নকারী: ফিরোজ কবির

নওঁগা।


সাওয়াল জওয়াব

প্রশ্ন (১): নবী ও রাসূলগণের সাথে কিরামান কাতেবীন (সম্মানিত লেখক ফেরেশতাগণ) থাকে কি এবং তাদের কোনো আমলনামা আছে কি?দলীলসহ উত্তর চাই।

প্রশ্ন (২): কেউ যদি জেনেশুনে বারবার কাবীরা গুনাহ করে, তাহলে কি সে চিরস্থায়ী জাহান্নামী হবে?

প্রশ্ন (৩): আমি একটা খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখার জন্য ওয়াদা করি এবং বলি, ‘আমি যদি এই কাজ পরবর্তীতে করি, তাহলে আমি কাফের হয়ে যাব’। বেশ কিছুদিন দূরে থাকতে পারলেও আমি সেই কাজটি আবার করে ফেলি। এ মুহূর্তে আমার করণীয় কী? আমি কি কাফের হয়ে যাব?

প্রশ্ন (৪): শিশুর কপালে টিপ দেওয়া যাবে কি? এটা কি শিরক?

প্রশ্ন (৫): উযাইর আলাইহিস সালাম কে ছিলেন? তিনি কি আল্লাহর নবী ছিলেন? উযাইর নামে ছেলেদের নাম রাখা যাবে কি না?

প্রশ্ন (৬): ঘুমের মাঝে বুকের উপর জিন ভর করে। যাকে আমরা বোবা জিন বলে থাকি। বোবা জিনের অস্তিত্ব ইসলামে আছে কি? যদি থাকে তাহলে এর চিকিৎসা কী?

প্রশ্ন (৭): শিরকের গুনাহ মাফ হয় না। এখন কেউ মারা যাওয়ার পরে যদি তার ছেলে মেয়েরা তার জন্য আল্লাহর কাছে তার শিরকের গুনাহের জন্য ক্ষমা চায়, তাহলে তাকে ক্ষমা করা হবে কি?

প্রশ্ন (২৮): সেন্ট বা বডি স্প্রে ব্যবহারে ইসলামের বিধান কী? এগুলো কি ব্যবহার করা জায়েয?

প্রশ্ন (২৯): কুরআন-হাদীছের আলোকে শরীরে ইনজেকশন ব্যবহারের বিধান কী? এসব কি কুরআন-হাদীছে আছে?

প্রশ্ন (৩০): মসজিদের ভেতরে স্কুল-কলেজের পাঠ্য বই প্র‍াইভেট বা কোচিং করানো বৈধ হবে কি?

প্রশ্ন (৩১): বিবাহসহ বিভিন্ন অনুষ্ঠানে দফ বাজানো কি জায়েয? এর দলীল কী? এক হুজুর বলেছেন, বর্তমানে দফ বাজানো হারাম।

প্রশ্ন (৩২): আমার হোমমেড (বাড়িতে বানানো) কেকের ব্যবসা আছে দীর্ঘ ৪ বছর। হোমমেড কেকের ব্যবসা হালাল হবে কি? পাশাপাশি কেক তৈরিতে ব্যবহৃত সকল প্রোডাক্ট অর্থাৎ বিভিন্ন ম্যাটেরিয়ালস বিক্রয় করা কি হালাল হবে?

প্রশ্ন (৩৩): আমি একজন গার্মেন্টস স্টক লট ব্যাবসায়ী। আমি ইউরোপ, আমেরিকার বিভিন্ন ব্র্যান্ড এর কাপড় গার্মেন্টস থেকে কিনি এবং বঙ্গবাজার বিক্রি করি। আমার কাছে মেয়েদের টি-শার্ট, মেয়েদের হাফ প্যান্ট, ট্রাউজার ইত্যাদি থাকে। এগুলো কি বিক্রি করা যাবে?

প্রশ্ন (৩৪): আমি প্রিন্টিং প্রেস এর ব্যবসা করি। আমার ব্যবসায় কিছু কিছু কাজে অর্ধেকেরও বেশি লাভ করি, আবার কিছু কিছু কাজে সামান্য লাভ করি। আমার ব্যবসা কি হালাল হবে?

প্রশ্ন (৩৫): যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে যে কোনো পণ্য ক্রয় করার সময় ১২/১৬ মাসের আলাইহিস সালাম EMI মাধ্যমে ক্রয় করা কি ঠিক হবে? উল্লেখ্য, যে কোনো পণ্যের দাম ৫০ টাকা; কিন্তু আলাইহিস সালাম EMI এর মাধ্যমে ১২/১৬ মাসে সেই টাকা পরিশোধ করলে সেখানে বাড়তি কিছু টাকা দিতে হয়।

প্রশ্ন (৩৬): আমাদের এলাকায় ব্যাপকভাবে তামাক চাষ করা হয়। তামাক চাষের ইসলামী বিধান কী? এটা দেশের অর্থনীতিতে অবদান রাখে। আমাদের অঞ্চলের বেশিরভাগ জমিতে তামাক চাষ হয়।

প্রশ্ন (১২): তিন রাকআত বিশিষ্ট বিতর ছালাতের নির্দিষ্ট সূরা আছে কি? বিতর এর পরে কোনো দু‘আ থাকলে জানাবেন।

প্রশ্ন (১৩): রাতে তাহাজ্জুদের ছালাত স্বামী-স্ত্রী একসাথে জামাআত করে পড়তে পারবে কি? আর আমি জানি যে, সম্মিলিতভাবে দু‘আ করা বিদআত! কিন্তু দুইজনের চাওয়া-পাওয়া যদি একই হয়, তাহলে তাহাজ্জুদের ছালাত শেষে দুইজনে সম্মিলিতভাবে হাত তুলে দু‘আ করতে পারবে কি?

প্রশ্ন (১৪): ভুলক্রমে সতরের কিছু অংশ খোলা রেখে ছালাত আদায় করলে করণীয় কী?

প্রশ্ন (১৫): জুমআর দিনে মসজিদে পায়ে হেঁটে যাওয়া সুন্নাত এবং এর বিশেষ ফযীলত রয়েছে। কিন্তু জেলা পর্যায়ে আহলেহাদীছ মসজিদের সংখ্যা কম হওয়ায় বাড়ি থেকে দূরত্ব অনেক বেশি হয় এবং অনেক ক্ষেত্রেই মসজিদগুলোতে জুমআর দিনে হেঁটে যাওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে জুমআর দিনে মসজিদে যাতায়াতে যানবাহন ব্যবহার করলে কি ফযীলত পাওয়া যাবে না?

প্রশ্ন (১৬): মহিলাদের শাড়ি পরে ছালাত আদায় করলে ছালাত হবে কি?

প্রশ্ন (১৭): ‘রব্বী ইন্নী লিমা আনযালতা ইলাইয়্যা মিন খায়রিন ফাকির’ এই দু‘আটি ফরয, সুন্নাত, নফল যে কোনো ছালাতের সিজদাতে গিয়ে কি পড়া যাবে?

প্রশ্ন (১৮): ছালাতে থাকাবস্থায় যদি বায়ু নির্গত হয়, তাহলে করণীয় কী?

প্রশ্ন (১৯): ইমাম যখন তাশাহহুদ শেষে সালাম ফিরায়, তখন আমি কি ইমামের দুই দিকে সালাম ফিরানোর পর দাঁড়িয়ে যাব? নাকি ডানদিকে সালাম ফিরানোর পর দাঁড়িয়ে বাকি রাকআত আদায় করব? কুরআন ও হাদীছের আলোকে জানতে চাই।

প্রশ্ন (২০): আমার বাড়ির আশেপাশের প্রায় সব ইমামই ভ্রান্ত আক্বীদায় বিশ্বাস করে। যেমন- নবী নূরের তৈরি, পীর-মুরীদিতেবিশ্বাস করেইত্যাদি। তাহলে আমি কোথায় ছালাত আদায় করব?

প্রশ্ন (২১): এক লোক নিয়মিত সিগারেট খায় আবার পাঁচ ওয়াক্ত ছালাত আদায় করে, তার ছালাত কবুল হবে কি?

প্রশ্ন (২২): আমাদের মসজিদে কোনো এক ব্যাক্তি পাঁচ ওয়াক্ত ছালাতের সময়সূচি অর্থাৎ ডিজিটাল ঘড়ি দান করেছে, যা অত্যন্ত চাকচিক্য এবং সকল সময় রঙিন আলো জলে। ঘড়িটি ইমামের ডান পাশে ঝুলিয়ে রাখা হয়েছে, যা নিয়ে মুছল্লীদের দ্বিমত রয়েছে। ঘড়িটি ঐ স্থানে রাখা যাবে কি-না?

প্রশ্ন (২৩): প্রভিডেন্ট ফান্ডের অর্থ গ্রহণ করা যাবে কি? এর যাকাত কি প্রতি বছর দিতে হবে?

প্রশ্ন (৩৭): আমার স্ত্রীর তিনটি সিজার হয়েছে। তিন নম্বর সিজারের সময় ডাক্তার আমার কাছে আমার স্ত্রীর স্থায়ীভাবে গর্ভ বন্ধ করার অনুমতি চাইলে আমি অনুমতি দিয়ে দেই। কারণ আমার স্ত্রীর শারীরিক গঠন দুর্বল। এতে করে আমার স্ত্রীর স্থায়ীভাবে গর্ভ বন্ধ করে দেওয়া হয়। এমতাবস্থায় আমার কি গুনাহ হতে থাকবে?

প্রশ্ন (৩৮): একজনের সামনে মজার ছলে আমার ব‌উয়ের ব্যাপারে বলেছি যে, সে আমার আপন ছোট বোন। ইসলামে এর বিধান কী?

প্রশ্ন (৩৯): আমি আমার স্ত্রীকে একসাথে তিন তালাক দেই। তারপর হজুরকে জানালে বলে, তিন মাস পর হিল্লা দিয়ে তার তিন মাস পর বিয়ে করলে হালাল হবে। আমি তাই করি। আমার স্ত্রী PCOD (Polycystic Ovarian Disease) রোগী (মাসিক অনিয়মিত)। একসাথে তিন তালাক দেওয়ার পর থেকে হিল্লার তিন মাস পর আমাদের নতুন বিয়ের আগে পর্যন্ত তিনটা মাসিক হয়নি। (তবে হিল্লার আগে তিন মাস ও পরের তিন মাস আমাদের মাঝে সম্পর্ক ছিল। হুজুরকে জানালে বলে তওবা করে নিলে নতুন বিয়েতে সমস্যা হবে না। হুজুর বলে, অনিয়মিত মাসিক হলে তিন মাস ইদ্দত। হিল্লার তিন মাস পর মেয়ের বাবার উপস্থিতিতে নতুন করে বিয়ে করে আমরা সংসার করছি, আমাদের এখন সন্তান আছে। দয়া করে জানাবেন আমাদের সংসার এখন বৈধ আছে কি-না। আর অতীতের জন্য কি ক্ষমা আছে?

প্রশ্ন (৪২):নারীরা কি বিয়ের প্রস্তাব দিতে পারবে?

প্রশ্ন (৪১): আমরা জানি মেয়ের অভিভাবক ছাড়া বিবাহ একদম বাতিল; কিন্তু আমরা এটাও জানি যে, ছালাত না পড়লে কেউ মুসলিম থাকে না। এখন মেয়ের অভিভাবক কেউ ছালাতের ধারেকাছেও নাই। এমতাবস্থায় মেয়ের বিবাহ কীভাবে হবে? কোর্টে বা কাজী অফিসে বিবাহ করা যাবে কি?

প্রশ্ন (৪৩): আমার বাবা প্রতিবার আমার থেকে তার এক সন্তানকে ঈদ খরচ বেশি দেয় এবং এতে আমি মনে মনে খুব কষ্ট পাই। এবার আমি অভিমান করায় তিনি এক প্রকারের বাধ্য হন আমাকে সমান টাকা দিতে। এখন এর জন্য কি আমি গুনাহগার হব?

প্রশ্ন (৪৭): اللَّهُمَّ اجْعَلْنِي شَكُورًا وَاجْعَلْنِي صَبُورًا وَاجْعَلْنِي فِي عَيْنِي صَغِيرًا وَفِي أَعْيُنِ النَّاسِ كَبِيرًا দু‘আটা কি ছহীহ?

প্রশ্ন (৪৮): রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো কারাগারে ছিলেন?

প্রশ্ন (৪৯): কোনো ব্যাক্তির নামে আমি গীবত করেছি। তার কাছে মাফ চাইব, কিন্তু সেই ব্যক্তিকে খুঁজে পাচ্ছি না অথবা সেই ব্যক্তি মারা গেছে, এখন করণীয় কী?

Magazine