উত্তর: সন্তানদের কিছু দেওয়ার ক্ষেত্রে পিতামাতার উচিত সব সন্তানকে সমানভাবে দেওয়া। কাউকে বেশি ভালোবেসে বেশি দেওয়া যাবে না। নু‘মান ইবনু বাশীর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তার পিতা তাকে নিয়ে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এলেন এবং বললেন, আমি আমার এই পুত্রকে একটি গোলাম দান করেছি। তখন তিনি জিজ্ঞেস করলেন, ‘তোমার সব পুত্রকেই কি তুমি এরূপ দান করেছ?’ তিনি বললেন, না। তিনি বললেন, ‘তবে তুমি তা ফিরিয়ে নাও’ (ছহীহ বুখারী, হা/২৫৮৬)। আরেক বর্ণনায় এসেছে, ‘আল্লাহকে ভয় করো এবং সন্তানদের মাঝে ইনছাফ প্রতিষ্ঠা করো’ (ছহীহ বুখারী, হা/২৫৮৭)। পিতামাতা এমন কিছু করলে তাদেরকে বুঝাতে হবে, তবুও তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘পিতামাতার অবাধ্য হবে না, যদিও তারা তোমাকে তোমার পরিবার ও সম্পদ থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেয়’ (ছহীহ আত-তারগীব ওয়াত-তারহীব, হা/৫৭০)। তিনি আরো বলেন, ‘পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি’ (তিরমিযী, হা/১৮৯৯)।
প্রশ্নকারী: আজমীর রহমান রাফসান