উত্তর: ব্যাংকে টাকা জমিয়ে হজ্জ করাকে আল্লাহ তাআলা ফরয করেননি। মানুষের স্বাভাবিক গতিতে যখন হজ্জ করার সামর্থ্য হবে তখন সে ব্যক্তি হজ্জ করবে। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জ করার উদ্দেশ্যে ধারাবাহিকভাবে টাকা জমানোর কথা বলেননি। বরং যার শারীরিকভাবে এবং আর্থিকভাবে হজ্জ করার সামর্থ্য হবে তাকেই হজ্জ করতে হবে, একথা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ‘আর মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ঐ ঘরের হজ্জ করা তার জন্য অবশ্য কর্তব্য’ (আলে ইমরান, ৩/৯৭)।
প্রশ্নকারী: মো. কানব হাসনাত
ঢাকা ১২০৭।