কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২): হজ্জ ফরয হওয়ার জন্য কী কী শর্ত আছে?

উত্তরকুরআন ও হাদীছের আলোকে হজ্জের পাঁচটি শর্ত লক্ষ করা যায়। সেগুলো হলো- মুসলিম হওয়া, বিবেকবান হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, স্বাধীন হওয়া ও সক্ষমতা থাকা (আল-মুগনী, ৩/২১৮; আল-মাজমূ, ৭/২২)। আর মহিলাদের জন্য আরেকটি শর্ত হলো, তাদের সাথে অবশ্যই মাহরাম থাকতে হবে (ছহীহ বুখারী, হা/১৭২৯; ছহীহ মুসলিম, হা/২৩৯১)।

প্রশ্নকারী : ফয়সাল আহমেদ

রাজশাহী।


Magazine