কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৪) : লুডু, দাবা এবং ক্যারাম খেলা যাবে কি?

উত্তর : না, খেলা যাবে না। কেননা লুডু, দাবা এবং ক্যারাম খেলা শরী‘আতে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ও হারাম। সুলায়মান ইবনু বুরায়দা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, রাসুল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি লুডু খেলল, সে যেন তার হাতকে শুকরের রক্ত ও মাংসে রঙ্গিন করল’ (ছহীহ মুসলিম, হা/৬০৩৩)। অন্য বর্ণনায় আছে, তার হাতকে শুকরের রক্তে-মাংসে মাখিয়ে নিল’ (সুনানে বায়হাক্বী, হা/২১৪৭৭)। ইবনু কুদামা রাহিমাহুল্লাহ বলেছেন, শতরঞ্জ বা দাবা খেলা নিষিদ্ধ হওয়ার দিক থেকে লুডু খেলার মতই (আল মুগনী, ১৪/১৫৫)। আলী ইবনু আবু তালেব রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি একদিন কিছু লোকের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন, তারা শতরঞ্জ বা দাবা খেলছে। তখন তিনি বললেন, তোমরা কী এসব মূর্তির সামনে বসে আছো? (ইরওয়াউল গালীল, ১/৫৩২)।

ক্যারাম পরবর্তীতে আবিষ্কৃত জঘন্য এক খেলা। যার মাধ্যমে সময় অপচয় হয়, আল্লাহর স্মরণ থেকে অমনোযোগী করে তোলে। এর মাধ্যমে শারীরিক কোন ব্যায়ামও হয় না। তাই এসব খেলা অনর্থক হিসেবে গণ্য। এ কারণে তা হারামের অন্তর্ভুক্ত। আল্লাহ তা‘আলা বলেন, ‘কিছু মানুষ রয়েছে, যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার জন্য অন্ধভাবে অবান্তর কথা সংগ্রহ করে এবং তা নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে। এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি’ (সূরা লুকমান, ৬)।

-রবিউল ইসলাম

শান্তাহার, বগুড়া।


Magazine