কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন : (৪১) আমি একটা সেলাই মেশিন ক্রয় করতে চাই। মেশিনটির বর্তমান মূল্য ৭০০০টাকা। আমি পনেরশো টাকা নগদ প্রদান করে বাকি টাকা তিন মাস পরে দিতে চেয়ে ক্রয় করতে চাই।বাকি টাকা পরে পরিশোধ করতে চাওয়ায় দোকানদার আমার কাছ থেকে ১০০০টাকা বেশি নিতে চাচ্ছে এভাবে মেশিন ক্রয় করা বৈধ হবে কি?

উত্তর : বৈধ হবে। নির্দিষ্ট সময়ে সম্পূর্ণ বা কিস্তিতে নির্দিষ্ট পণ্যের মূল্য পরিশোধের শর্তে পণ্যের বর্তমান বাজার মূল্য থেকে অতিরিক্ত মূল্য ক্রেতা-বিক্রেতার মাঝে আপোষে নির্ধারণ করে বাকিতে ক্রয়-বিক্রয় করা জায়েয আছে। মহান আল্লাহ বলেন, ‘হে ঈমানদারগণ! তোমরা পরস্পর নির্দিষ্ট সময়ের জন্য ঋণের লেনদেন/আদান-প্রদান করলে তা লিখে রাখো... (আল-বাক্বারা, ২/২৮২)। তিনি আরো বলেন, ‘হে ঈমানদারগণ! তোমরা পরস্পরের মাল অন্যায়ভাবে খেও না। কিন্তু যদি তা তোমাদের পরস্পরের সম্মতিতে ব্যবসায়িক পদ্ধতিতে হয়ে থাকে (তাহলে খেতে পারো) (আন-নিসা, ৪/২৯)। ইবনু মাসঊদ রাযিয়াল্লাহু আনহু বলেন, এক ক্রয়-বিক্রয়ে দুইবার ক্রয়-বিক্রয় করা সূদ হিসেবে গণ্য হবে। তবে কেউ যদি বলে নগদ নিলে এত টাকা এবং বাকিতে নিলে এত টাকা (তাহলে হালাল হবে) (মুছান্নাফ ইবনু আবি শায়বা, হা/২০৮২৭)। উল্লেখ্য যে, কোনো মাসের কিস্তি অনাদায়ে যদি অতিরিক্ত সূদ চাপানো হয় তাহলে, সে ক্রয়-বিক্রয় হারাম হবে।

-মো: মিঠুন মিয়া

বদরগঞ্জ বাজার, চুয়াডাঙ্গা।


Magazine