কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১) : পাঁচ ওয়াক্ত ছালাতে মহিলা মহিলাদের ইমাম হতে পারবে কি? যদি হতে পারে তাহলে জাহরী ছালাতে ক্বিরা’আত উচ্চৈস্বরে পড়বে না-কি নিম্নস্বরে?

উত্তর : মহিলা মহিলার ইমামতিতে পাঁচ ওয়াক্ত ছালাত আদায় করতে পারে। আয়েশা রযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, أَنَّهَا كَانَتْ تُؤَذِّنُ وَتُقِيمُ وَتَؤُمُّ النِّسَاءَ وَتَقُومُ وَسَطَهُنَّ. ‘ অর্থাৎ তিনি আযান ও ইক্বামত দিতেন এবং মহিলাদের ইমামতি করতেন। এ সময় তিনি কাতারের মাঝে দাঁড়াতেন’ (সুনানুল কুবরা ‘বায়হাক্বী’, হা/১৯৯৮, ৫৫৬২ ‘সনদ ছহীহ’)। রমাযান মাসে উম্মু ওয়ারাক্বা বিনতু আব্দুল্লাহ ইবনুল হারিছ রযিয়াল্লাহু আনহু-কে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির দায়িত্ব অর্পণ করে তার বাড়ির সকলকে নিয়ে ছালাত আদায় করার নির্দেশ দিয়ে ছিলেন (আবূ দাঊদ, হা/৫৯২)। তবে জাহরী ছালাতে পার্শ্বস্থ্ মহিলারা শুনতে পায় এতটুকু নিম্নোস্বরে পড়বে। উল্লেখ্য যে, খুতবা থাকায় জুম‘আ ও ইদের ছালাতে মহিলারা ইমামতি করতে পারবে না।

প্রশ্নকারী : আকতার

সুনামগঞ্জ।


Magazine