কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৫) : কিছু গেঞ্জি/শার্ট/পাঞ্জাবি এমন যে, কিছু অংশ গলা পর্যন্ত বের হয়ে থাকে। এমন পোশাকে ছালাত হবে কি?

উত্তর : গেঞ্জি, শার্ট বা পাঞ্জাবি পরিধানরত অবস্থায় গলদেশের কিছু অংশ বেরিয়ে থাকলেও তাতে ছালাত হয়ে যাবে। তবে এমন কোনো কাপড় পরে ছালাত আদায় করা যাবে না, যা পরিধান করলে কাঁধ উন্মুক্ত থাকে। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কাঁধ উন্মুক্ত রেখে এক কাপড়ে তোমাদের কেউ যেন ছালাত আদায় না করে’ (ছহীহ বুখারী, হা/৩৫৯)। আর তিনি নিজেও এক কাপড়ে ছালাত আদায় করার সময় তা শরীরে এমনভাবে জড়িয়ে নিতেন যে, কাপড়ের দুই দিক তাঁর দুই কাঁধের উপর থাকত (ছহীহ বুখারী, হা/৩৫৬; ছহীহ মুসলিম, হা/৫১৭; মিশকাত, হা/৭৫৪)।

প্রশ্নকারী : শোয়াইব

কাতলাসেন, ময়মনসিংহ।


Magazine