উত্তর: না, হাত না উঠানো দু‘আ করতে হবে। ‘তিন ব্যক্তির দু‘আ ফেরত দেওয়া হয় না। পিতা-মাতার দু‘আ, ছিয়াম পালনকারীর দু‘আ ও মুসাফিরের দু‘আ’ (জামেউছ ছগীর, হা/৫৩৪৩)। অত্র হাদীছে ছিয়াম পালনকারীর দু‘আ কবুল হয় বলে বর্ণিত হয়েছে। এখানে হাত দুলে দু‘আ করার কথা উল্লেখ হয়নি। সুতরাং হাত উঠানো ব্যতীত ছিয়ামরত অবস্থায় যেকোনো সময় দু‘আ করা যায়। শুধু ইফতারের সময়টি নির্ধারিত নয়। আর রামাযান পুরোটাই রহমতের মাস, তাই মানুষ রামাযানের দিনে-রাতে যেকোনো সময় দু‘আ করবে। কোনো সময়কে খাছ করা যাবে না। আর ইফতারের পূর্বে সম্মিলিত মুনাজাতের কোনো প্রমাণ নেই।
প্রশ্নকারী : ওবাইদুল ইসলাম
নেছারাবাদ, পিরোজপুর।