কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫) : স্বামী মারা যাওয়ার পর দেবরকে বিবাহ করা যাবে কি?

উত্তর : স্বামী মারা যাওয়ার পর দেবরকে বিবাহ করতে পারে। কারণ যে ১৪ জন্য নারীকে বিবাহ করা হারাম ভাবী তার অন্তর্ভুক্ত নয় (আন-নিসা, ৪/২৩)। তবে অবশ্যই উক্ত মহিলাকে শোক পালনের জন্য শরীআত নির্ধারিত সময় তথা ৪ মাস ১০ দিন ইদ্দত পালন করতে হবে। (আল-বাক্বারা, ২/২৩৪; ছহীহ বুখারী, হা/৫৩৩৪-৩৫; ছহীহ মুসলিম, হা/১৪৮৬, মিশকাত, হা/৩৩৩০)।

প্রশ্নকারী : আনোয়ার হোসেন

 কাশিমপুর, গাজীপুর।

Magazine