কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬) : আমি কোথাও শুনেছিলাম পরিবারের সকলে মিলে জামা’আত সহকারে ছালাত আদায়করা অধিক ছওয়াবের কাজ। এটা কি মসজিদে জামা’আতে আদায়ের থেকেও বেশিছওয়াবের না-কি কোন ক্ষেত্র বিশেষ অধিক ছওয়াব?

উত্তর : উক্ত বক্তব্য সঠিক নয়। বরং পুরুষের জন্য আযান শোনার পর মসজিদে গিয়ে জামা’আত সহকারে (ফরয) ছালাত আদায় করা ওয়াজিব। ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আযান শুনার পর কোনো শারয়ী ওযর ব্যতীত আযানের জবাব (মসজিদে আসলা না) দিল না। তার কোনো ছালাত নেই’ (ইবনু মাজাহ, হা/৭৯৩; মিশকাত, হা/১০৭৭)। শুধু তাই নয় যারা ফরয ছালাত মসজিদে জামা’আতের সাথে আদায় করতে যায় না, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাড়ি-ঘর আগুন দ্বারা পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। (ছহীহ বুখারী, হা/৬৪৪, ২৪২০)। ইমাম বুখারী রযিয়াল্লাহু আনহু অধ্যায় রচনা করেছেন এভাবে بَابُ وُجُوْبِ صَلَاةِ الْجَمَاعَةِ অর্থাৎ ‘জামা’আতে ছালাত আদায় করা ওয়াজিব’। ইবনু উম্মু মাকতুম রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–কে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলাল্লাহ! আমি অন্ধ তদুপরি মসজিদও আমার ঘর হতে অনেক দূরে, আমাকে মসজিদে আনা-নেওয়ার জন্য কোনো লোক নেই। এমতাবস্থায় আমি কি ঘরে (ফরয) ছালাত আদায় করতে পারি? নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ‘তুমি কি আযান শুনতে পাও’? আমি বললাম, হ্যাঁ। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘আমি তোমার জন্য (জামা’আত) থেকে অব্যাহতির কোনো কারণ পাচ্ছি না’ (ছহীহ মুসলিম, হা/৬৫৩; আবূ দাউদ, হা/৫৫২)। ইবনু উমার রযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের বাড়িতেও কিছু কিছু ছালাত আদায় করবে এবং ঘরকে কবরে পরিণত করবে না। (ছহীহ বুখারী, হা/৪৩২; ছহীহ মুসলিম, হা/৭৭৭)। বাড়িতে নফল ছালাত মাহরাম মহিলাদের সাথে গায়রে মাহরাম হলে পর্দার ব্যবস্থা করে জামা’আতসহ আদায় করা যায়। এক্ষেত্রে অবশ্যই পুরুষ সামনে দাঁড়াবে পিছনে মহিলাগণ দাঁড়াবে (ছহীহ বুখারী, হা/৭২৭; মিশকাত, হা/১১০৪)।

প্রশ্নকারী : মাহমুদুল হাসান

ফুলবাড়িয়া, ময়মনসিংহ।


Magazine