কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫) : নওমুসলিমের জন্য খাতনা করা কি জরুরী?

উত্তর : খাতনা করা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়, যা নবীগণের বৈশিষ্ট্য। ইবরাহীম আলাইহিস সালাম আশি বছর বয়সে খাতনা করেছিলেন (ছহীহ বুখারী, হা/৬২৯৮)। এতে বুঝা যায় যে, কোনো অমুসলিম মুসলিম হলে তার খাতনা করাই উত্তম। সাথে সাথে খাতনা করলে, পবিত্রতা অর্জন করা ভালো হয়, বিভিন্ন ধরনের জীবাণু থেকে মুক্ত থাকা যায়, স্বামী স্ত্রীর সংসার তৃপ্তিদায়ক হয়।
প্রশ্নকারী: ফয়সাল
বাঘমারা, রাজশাহী।


Magazine