কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫) : সরকারী পরিবার-পরিকল্পনা অধিদপ্তর এবং সরকারী সমবায় অফিসে চাকুরি করা যাবে কি?

উত্তরযদি কোনো এনজিও, সংস্থা, অধিদপ্তর শরী‘আত বহির্ভূত কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত না থাকে, তাহলে সেখানে চাকুরি করাতে কোনো সমস্যা নেই। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করা হয়েছিল সর্বোত্তম উপার্জন কি? উত্তরে তিনি বলেছিলেন, মানুষ নিজ হাতে যা উপার্জন করে (মুসনাদে আহমাদ, হা/১৭২৬৫)। অত্র হাদীছে বুঝা যায় হালাল পন্থায় চাকুরি করা বৈধ। কিন্তু তা যদি শরী‘আত বহিভূর্ত কর্মকাণ্ড; যেমন সূদ, পরিবার পরিকল্পনা, তরুণ-তরুণীর অবাধ মেলামেশা ও যৌনাচারে উৎসাহিত করার মতো কোনো কাজে জড়িত থাকে, তাহলে সেখানে চাকুরি করা যাবে না। কেননা সূদ, যৌনাচার, প্রচলিত জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ইসলামে হারাম। জাবের রযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূদ গ্রহীতা, দাতা, তার লেখক ও সাক্ষ্যদাতার প্রতি লা‘নত করেছেন (ছহীহ বুখারী, হা/৫৯৬২; ছহীহ মুসলিম, হা/১৫৯৮; মিশকাত, হা/২৮০৭)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমরা বিবাহ করো। কেননা আমি ক্বিয়ামতের দিন উম্মতের আধিক্য নিয়ে গর্ব করবো (আবূ দাউদ, হা/২০৫০; ইবনু মাজাহ, হা/৩৯৪৪)। মহান আল্লাহ বলেন, ‘তোমরা তোমাদের সন্তানদেরকে খাদ্যের ভয়ে হত্যা করো না। আমিই তাদেরকে ও তোমাদেরকে রিযিক্ব দিয়ে থাকি’ (আল-ইসরা, ১৭/৩১)। অনুরূপ যৌনাচারও হারাম। আর এসব এনজিওতে চাকুরি করার মাধ্যমে অন্যায় কাজে সহযোগিতা করা হয় এবং শরীআত বিরোধী কাজকেই সমর্থন করা হয়, যা নিষিদ্ধ। মহান আল্লাহ বলেন, ‘তোমরা পাপ ও আল্লাহ দ্রোহিতার কাজে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)।

প্রশ্নকারী : মো: আসিফ ইকবাল

মিরপুর, ঢাকা।

 

Magazine