উত্তর : প্রশ্নোল্লেখিত ক্ষেত্রে তালাক হয়নি। কেননা এখানে স্ত্রীকে বাবা-মাকে উপস্থিত করে পৃথক হওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছিল। কিন্তু স্ত্রী সেই সুযোগ গ্রহণ করেনি। বিধায় এটা তালাক হয়নি। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রীগণ তার সামর্থ্যের বেশি খোরপোষের দাবি জানালে তিনি তাদের তার কাছে থাকার অথবা পৃথক হয়ে যাওয়ার স্বাধীনতা দিয়েছিলেন। কিন্তু কোনো স্ত্রী তা গ্রহণ করেনি। আর সেটাকে তালাক হিসাবে গণ্য করাও হয়নি (ছহীহ বুখারী, হা/২৪৬৮; ছহীহ মুসলিম, হা/১৪৭৫)।
প্রশ্নকারী : আব্দুল হান্নান
মক্কাপ্রবাসী।