কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪১) : মেয়েরা কি হিজাব পরে নার্সিং-এ চাকরি করতে পারবে?

উত্তর : কোনো পেশায় যদি গায়রে মাহরাম পুরুষের সাথে মেলামেশা না হয়, তাহলে মেয়েরা সে কাজ করাতে শরীআতে কোনো বাধা নেই। নার্সিং পেশা নারীদের সেবা প্রদানের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি পেশা। সুতরাং এ পেশায় যদি পরপুরুষের সাথে মেলামেশা হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে পূর্ণ পর্দা মেনে তা করা যেতে পারে। কিন্তু যদি তাতে পরপুরুষের সাথে মেলামেশা হয় এবং পর্দার ব্যাঘাত ঘটে তাহলে কোনো মুসলিম নারীর জন্য সে পেশায় যাওয়া বৈধ নয়। মহান আল্লাহ বলেন, ‘আর যখন তোমরা তাদের কাছে কোনো কিছু চাইবে, তখন পর্দার আড়াল থেকে চাইবে’ (আল-আহযাব, ৩৩/৫৩)। তবে জরুরী কারণে কিংবা একান্ত বাধ্যগত অবস্থায় মেয়েরাও পুরুষদেরকে নার্সিং সেবা দিতে পারে। আনাস রযিয়াল্লাহু আনহু বলেন, উহুদ যুদ্ধে আহত ছাহাবীদের সেবা করার জন্য আয়েশা বিনতে আবি বকর এবং উম্মু সুলাইম রযিয়াল্লাহু আনহুমা মশক ভর্তি পানি পিঠে করে বয়ে আনতেন এবং তাদের মুখে ঢেলে দিতেন আবার ফিরে যেতেন এবং মশক ভর্তি পানি এনে তাদের মুখে ঢেলে দিতেন (ছহীহ বুখারী, হা/২৮৮০; ছহীহ মুসলিম, হা/১৮১১)। তবে বর্তমানে নার্সিং পেশার যে অবস্থা তাতে তা বৈধ হবার কোনো সুযোগ নেই।

প্রশ্নকারী : সিয়াম

কাপাসিয়া, গাজীপুর।


Magazine