কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪০) : সাময়িকভাবে জন্ম নিয়ত্রণের জন্য কোনো পদ্ধতি অবলম্বন করলে পাপ হবে কি?

উত্তর : সাময়িকভাবে হোক কিংবা স্থায়ীভাবে হোক খাদ্য প্রদানের ভয়ে কিংবা সুখী সংসারের উদ্দেশ্যে জন্ম বিরতিকরণ পদ্ধতি গ্রহণ করা বা গর্ভের সন্তান ধারণের পর তা নষ্ট করা হারাম (ইসরা, ৩১; আনআম, ১৫১; ছহীহ বুখারী, হা/৪৭৬১; ছহীহ মুসলিম, হা/৮৬)। তবে শারীরিক কোনো সমস্যা থাকলে অথবা উল্লিখিত বিষয়গুলো উদ্দেশ্য না হলে, সাময়িকভাবে আযল কিংবা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা যেতে পারে। জাবের রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা আযল করতাম তখন কুরআন অবতীর্ণ হচ্ছিল। ইমাম মুসলিম রহিমাহুল্লাহ বৃদ্ধি করে বলেছেন, আমাদের আযল করার সংবাদ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট পৌঁছল কিন্তু তিনি আমাদের নিষেধ করেননি (ছহীহ বুখারী, হা/৫২০৮; ছহীহ মুসলিম, হা/১৪৪০; মিশকাত, হা/৩১৮৪)।

প্রশ্নকারী : শরীফুল ইসলাম

ডাকবাংলা, ঝিনাইদহ।


Magazine