কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৭) : ওয়ার্ল্ড ভিশন-এর সেবা গ্রহণ করা যাবে কি? এতে কি কোনো ক্ষতির আশঙ্কা আছে?

উত্তর: ওয়ার্ল্ড ভিশন-এর সেবা গ্রহণ করা হতে বিরত থাকা জরুরী। কেননা এটি খ্রিষ্টান কর্তৃক শিশুদের মাঝে পরিচালিত একটি সংস্থা। এতে ক্ষতির যথেষ্ট আশঙ্কা আছে। কেননা শিক্ষার নামে মুসলিম শিশু-কিশোরদের ঈমান হরণ করাই এর অন্যতম লক্ষ্য। কারণ তারা কখনোই মুসলিমদের মঙ্গল সাধনে চেষ্টা করে না। মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ, তোমরা তোমাদের ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না। তারা তোমাদের সর্বনাশ করতে ত্রুটি করবে না। তারা তোমাদের মারাত্মক ক্ষতি কামনা করে। তাদের মুখ থেকে তো শত্রুতা প্রকাশ পেয়ে গিয়েছে। আর তাদের অন্তরসমূহ যা গোপন করে তা অধিক ভয়াবহ। অবশ্যই আমি তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্ট বর্ণনা করেছি। যদি তোমরা উপলব্ধি করতে। শোনো, তোমরাই তো তাদেরকে ভালোবাস এবং তারা তোমাদেরকে ভালোবাসে না’ (আলে ইমরান, ৩/১১৮-১২০)।

প্রশ্নকারী : আব্দুল গফূর

চট্টগ্রাম।

Magazine