কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২০): কোন সময়ের মধ্যে আরাফাতে অবস্থান করলে তা আরাফাতে অবস্থান বলে গণ্য হবে?

উত্তর: আরাফাতে অবস্থানের সময় হলো নয় তারিখ সূর্য পশ্চিমাকাশে ঢলে যাওয়ার পরে থেকে কুরবানীর দিন ফজর পর্যন্ত। আব্দুর রহমান ইবনু ইয়ামার রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকটে নাজদবাসী কিছু লোক আসল। তিনি তখন আরাফাতে অবস্থান করছিলেন। তারা হজ্জ সম্পর্কে তাকে প্রশ্ন করে। এই মর্মে এক ঘোষণাকারীকে তিনি ঘোষণা দেওয়ার জন্য নির্দেশ দিলেন, ‘হজ্জ হচ্ছে আরাফাতে অবস্থান করা। মুযদালিফার রাতে ফজর উদিত হওয়ার পূর্বেই কোনো লোক এখানে পৌঁছাতে পারলে সে হজ্জ পেল (তিরমিযী, হা/৮৮৯; ইবনু মাজাহ, হা/৩০১৫)। সুতরাং এই সময়ের মধ্যে যে ব্যক্তি আরাফাতে অবস্থান করবে সেটি আরাফাতে অবস্থান বলে গণ্য হবে।

প্রশ্নকারী : আমজাদ হোসেন

ফরিদপুর।


Magazine