কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪) : কোনো ব্যক্তির আমলনামাতে নেকী ও গুণাহের পরিমাণ সমান সমান হয়ে গেলে, ঐ ব্যক্তি জান্নাতে প্রবেশকরবে, না-কি জাহান্নামে প্রবেশ করবে?

উত্তর : যাদের নেকী ও গুণাহের পরিমাণ সমান হবে তারা আরাফ নামক স্থানে ততদিন অবস্থান করবে যতদিন আল্লাহ তাআলা চাইবেন। আল্লাহ তাআলা বলেন, ‘আর তাদের উভয়ের মধ্যে পর্দা থাকবে। আর আরাফে কিছু লোক থাকবে, যারা প্রত্যেককে তার চিহ্ন দ্বারা চিনবে। আর তারা জান্নাতবাসীদেরকে সম্বোধন করে বলবে, তোমাদের উপর সালাম। তারা তখনো জান্নাতে প্রবেশ করেনি, কিন্তু আকাঙ্ক্ষা করে। আর যখন তাদের দৃষ্টি জাহান্নামীদের দিকে ফিরিয়ে দেয়া হবে, তখন তারা বলবে, হে আমাদের রব! আমাদেরকে জালেম সম্প্রদায়ের সঙ্গী করবেন না’ (সূরা আল-আরাফ, ৭/৪৬-৪৭)। আল্লাহর ইচ্ছা অনুযায়ী আরাফে অবস্থান করার পরে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন। আল্লাহ তাআলা বলেন, ‘এরাই কি তারা, যাদের সম্বন্ধে তোমরা শপথ করে বলতে যে, আল্লাহ তোমাদেরকে রহমতে শামিল করবেন না? (এদেরকেই বলা হবে) তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা চিন্তিতও হবে না’ (সূরা আল-আরাফ, ৭/৪৯)। সুতরাং যাদের নেকী ও গুনাহের পরিমাণ সমান হবে তারা আরাফে অবস্থান করার পরে এক পর্যায়ে জান্নাতে প্রবেশ করবে।

প্রশ্নকারী :  মোসা. আফছানা

মহাদেবপুর, নওগাঁ।


Magazine