উত্তর: আল্লাহর ওয়াস্তে কেউ কারোর কাছে কিছু চাইতে বা কিছু করার জন্য বলতে পারে। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওয়াস্তে কিছু চাইলে তাকে খালিহাতে ফিরিয়ে দিতে নিষেধ করেছেন। ইবনু উমার h থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন তোমাদের কাছে কেউ আল্লাহর ওয়াস্তে আশ্রয় চায়, তখন তাকে আশ্রয় দেবে। আর যখন তোমাদের কেউ আল্লাহর ওয়াস্তে কিছু চাইবে, তখন তোমরা তাকে দেবে (আবূ দাউদ, হা/৫১০৯)। আবদুল্লাহ ইবনু আব্বাস h হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমি কী তোমাদের খারাপ লোক সম্পর্কে জানাব? সে ঐ ব্যক্তি যার কাছে আল্লাহর নামে কিছু চাওয়া হয় কিন্তু সে তাকে কিছুই দেয় না (তিরমিয়ী, হা/১৬৫২; নাসাঈ, হা/২৫৬৯; মিশকাত, হা/১৯৪১)। ইবনু আব্বাস h হতে বর্ণিত তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মর্যাদার দিক দিয়ে নিকৃষ্টতম ব্যক্তি কে; আমি কি তোমাদেরকে চিনাব? ছাহাবীগণ বললেন, জী হ্যাঁ; আল্লাহর রাসূল! অবশ্যই। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘যে ব্যক্তির কাছে আল্লাহর ওয়াস্তে কেউ কিছু চায়, আর সে তাকে কিছু দেয় না। (সে সবচেয়ে নিকৃষ্ট)’ (মুসনাদে আহমাদ, হা/১৯১৮, ২৭৯২৭ মিশকাত, হা/১৮৮১)।
প্রশ্নকারী : সিয়াম
আক্কেলপুর, জয়পুরহাট।