কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১) : জামাআতে ছালাত আদায় করানোর সময় ইমাম ছাহেব নিজে ইক্বামত দিয়ে কি ছালাত আদায় করাতে পারবেন?

উত্তর : হ্যাঁ পারবেন। ইমাম ছাহেব নিজে ইক্বামত দিয়ে ছালাত আদায় করানোতে শরীআতে কোনো বাধা নেই। সফরের সময় রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে আযান দিতে বলেছেন। আর তাদের মধ্যে যিনি বড় তাকে ইমামতি করতে বলেছেন (ছহীহ বুখারী, হা/৬২৮, ছহীহ মুসলিম, হা/৬৭৪)। অত্র হাদীছ প্রমাণ করে যে, যদি বড় ব্যক্তিই আযান দিয়ে থাকে তাহলেও তিনিই ইমামতি করবেন। আর আযান দাতাকেই ইক্বামত দিতে হবে মর্মে বর্ণিত হাদীছটি যঈফ (তিরমিযী, হা/১৯৯মিশকাত, হা/৬৪৮যঈফাহ, হা/৩৫)

প্রশ্নকারী : দেলোয়ার হোসেন

রাজশাহী।


Magazine