উত্তর : আসমাউল হুসনা অর্থ (আল্লাহর) সুন্দরতম নামসমূহ। এটি কোনো অর্থপূর্ণ নাম বা নামের অন্তর্ভুক্ত নয়। বরং এটি সূরা হাশরের শেষ আয়াতের অংশ বিশেষ (হাশর, ২৪)। বিধায় এ নাম রাখা যাবে না। বরং অর্থপূর্ণ সুন্দর নাম রাখতে হবে। যদি কেউ এমন অর্থহীন নাম রাখে তবে তা পরিবর্তন করতে হবে। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্দ বা ত্রুটিপূর্ণ নামকে পরিবর্তন করে দিতেন (তিরমিযী, হা/২৮৩৯; মিশকাত, হা/৪৭৭৪; সিলসিলা ছহীহাহ, হা/২০৭)। যেমন উমার রযিয়াল্লাহু আনহু-এর বোন ‘আছিয়ার নাম পরিবর্তন করে তিনি ‘জামীলা’ রেখেছিলেন (ছহীহ মুসলিম, হা/২১৩৯; মিশকাত, হা/৪৭৫৮)।
পরামর্শ :প্রশ্নকারীরনামঅর্থপূর্ণ নয়। এ নাম পরিবর্তন করে অর্থপূর্ণ সুন্দর নাম রাখা উচিত। কেননা আওলাদ হোসেন অর্থহুসাইয়েনেরসন্তানাদী(প্রধান সম্পাদক, আল-ইতিছাম)।
প্রশ্নকারী : আওলাদ হোসেন