কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯) : আমি ফুড ডেলিভারি বয় হিসাবে একটি রেস্টুরেন্টে কাজ করি। ছিয়াম ফরয হয়েছে এমন ব্যক্তির নিকট রমাযান মাসে দিনের বেলায় খাবার ডেলিভারি করতে হয়। এমন ব্যক্তির নিকট খাবার ডেলিভারি করা বৈধ হবে কি? আর ঐ ডেলিভারির টাকা হালাল হবে কি?

উত্তর : যে ব্যক্তির ওপর ছিয়াম পালন করা ফরয এমন ব্যক্তি যদি রমাযান মাসে দিনের বেলায় খাবার ডেলিভারী চায় তাহলে তাকে ডেলিভারি দেওয়া যাবে না। কেননা এতে তাকে হারাম ও শরীআত বিরোধী কাজে সহায়তা করা হবে যা আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেন, সৎকর্ম ও তাকওয়ায় তোমরা পরস্পর সাহায্য করবে এবং পাপ ও সীমালংঘনে একে অন্যের সাহায্য করবে না (আল মায়েদা, ৫/২)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, لَا طَاعَةَ لِمَخْلُوقٍ فِي مَعْصِيَةِ الخَالِقِ স্রষ্টার অবাধ্যতা করে সৃষ্টির কোন আনুগত্য নেই (তিরমিযী, ৪/২০৯)।

প্রশ্নকারী : যোবায়ের ইসলাম

শেরপুর, ময়মনসিংহ।


Magazine