কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন : (৪৮) কোন দলীলের ভিত্তিতে হামযা রাযিয়াল্লাহু আনহু–কে ‘সাইয়্যিদুশ-শুহাদা’ বলা হয়ে থাকে?

উত্তর : স্বয়ং রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামযা রাযিয়াল্লাহু আনহু–কে সাইয়্যেদুশ শুহাদা উপাধিতে ভূষিত করেছেন। যাবের রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, حَمْزَةُ سَيِّدُ الشُّهَدَاءِ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ ‘ক্বিয়ামতের দিন আল্লাহর নিকট হামযা রাযিয়াল্লাহু আনহু সাইয়্যেদুশ শুহাদা (শহীদদের সর্দার) হবেন’ (মুস্তাদরাক হাকেম, হা/২৫৫৭; সিলসিলা ছহীহা, হা/৩৭৪)।

প্রশ্নকারী : নাঈম রহমান

সিদ্ধেশ্বরী, মেীচাক, ঢাকা।


Magazine