উত্তর: ঋতুর নির্ধারিত সময় যা সাধারণত প্রথমবার ঋতুর পর ঘটে থাকে, তা থেকে পবিত্র হওয়ার দু’একদিন পর যদি আবার রক্ত দেখা যায়, তাহলে সেটা রোগজনিত কিংবা বাতিল রক্ত। হায়েযের রক্ত নয়। তাই এই রক্ত ধুয়ে ফেলে ছালাত, ছিয়াম, বায়তুল্লাহর তওয়াফ, স্ত্রী সহবাসসহ সকল কাজ করতে পারবে (লাজনা দায়েমা, ৫/৩৮৮)। তবে, স্বাভাবিক সময় পার না হওয়ার আগে স্ত্রী সহবাস করে থাকলে, কাফফারা দিতে হবে। আব্দুল্লাহ ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন- রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কেউ যদি তার স্ত্রীর সাথে হায়েয অবস্থায় সহবাস করে, তাহলে সে যেনো অর্ধ দ্বীনার ছাদাক্বা করে’ (তিরমিযী, হা/১৩৬; ইবনু মাজাহ, হা/৬৪০)। সুতরাং এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা জরুরি।
প্রশ্নকারী : না প্রকাশে অনিচ্ছুক