কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২০) : জামাআতে ছালাত আদায়কালে দুই এক রাকআত ছুটে গেলে কি ইমামের সাথে শেষ বৈঠকে সবগুলো দু‘আ পড়তে হবে?

উত্তর : জামাআতে ছালাত আদায়কালে দুই এক রাকআত ছুটে গেলে ইমামের সাথে শেষ বৈঠকে সবগুলো দুআই পড়তে হবে। আলী ও মুআয ইবনু জাবাল রযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তারা বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কোনো লোক যখন জামাআতের ছালাতে শরীক হওয়ার জন্য আসবে তখন ইমাম যে অবস্থায় থাকবে ও যে কাজ করবে সেও সে কাজ করবে’ (আবূ দাঊদ, হা/৫২২; তিরমিযী, হা/৫৯১; ছহীহ আল-জামে‘, হা/২৬১; মিশকাত, হা/১১৪২)।

প্রশ্নকারী : শাকিল হুসাইন

চরগগনপুর, জামালপুর।


Magazine