উত্তর: রামাযানের আগমনে একজন মুসলিমের আগে থেকেই প্রস্তুতি গ্রহন করা উচিত। রমাযানের প্রস্তুতির জন্য উল্লেখযোগ্য কিছু আমল হলো, ১. রামাযানের প্রস্তুতি স্বরূপ শাবান মাসে বেশী বেশী ছিয়াম পালন করা। আয়েশা রযিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে রামাযান ছাড়া অন্য কোনো মাসের পুরো মাস ছিয়াম পালন করতে দেখিনি এবং শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে অধিক ছিয়াম পালন করতে দেখিনি (ছহীহ বুখারী, হা/১৮৬৮; ছহীহ মসলিম, হা/১১৫৬)। ২. তওবা করা। আল্লাহর হক ও বান্দার হক নষ্টের ব্যাপারে যে গুনাহগুলো আছে সেগুলো থেকে তওবা করে পুত পবিত্র মন নিয়ে বরকতময় মাসে ইবাদতে আত্মনিয়োগ করা। মহান আল্লাহ বলেন, ‘হে ঈমানদারগণ! তোমরা সকলেই আল্লাহর নিকট তওবা করো যাতে তোমরা সফলকাম হতে পার (সূরা নূর, ২৪/৩১)। ৩. কোনো কাযা রোজা থেকে থাকলে তা পূর্ণ করা (ছহীহ বুখারী, হা/১৮৪৯; ছহীহ মুসলিম. হা/১১৪৬)। এ মাসে অনেক ইবাদত আছে। তার প্রথম ইবাদত হলো ছিয়াম রাখা (সূরা বাক্বারা, ২/১৮৩)। ৪. কিয়ামুল লায়ল করা। যে ব্যক্তি ঈমানের সাথে ও ছওয়াবের আশায় ক্বিয়ামুল লায়ল করবে তার পূর্বর্তী সকল গুনাহ ক্ষমা কের দেয়া হবে (ছহীহ বুখারী, হা/৩৭)। এছাড়াও খাবার খাওয়ানো, ইতিকাফ করা, সাদাক্বা করা, কুরআন তেলাওয়া করা ইত্যাদী।
প্রশ্নকারী : আব্দুল কাদের
বিরল, দিনাজপুর।