কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০): হাফ প্যান্ট পরে ফুটবল খেলা কি জায়েয?

উত্তর: হাফপ্যান্ট পরে ফুটবল খেলা উচিত নয়। কেননা নাভি হতে হাঁটু পর্যন্ত সতরের অন্তর্ভুক্ত। যুরাআহ ইবনু আব্দুর রহমান ইবনু জারহাদ রাযিয়াল্লাহু আনহুমা হতে তার পিতা থেকে বর্ণিত, তিনি বলেন, এই ‘জারহাদ’ আছহাবে সুফফার অন্যতম সদস্য ছিলেন। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট বসলেন, আমার ঊরুদেশ তখন অনাবৃত ছিল। তিনি বললেন, তুমি কি জান না যে, ঊরু গোপন অঙ্গ? (আবূ দাঊদ, হা/৪০১৪)। সুতরাং হাফপ্যান্ট পরে ঊরু খোলা রেখে কোনো খেলায় অংশগ্রহণ করা যাবে না। উল্লেখ্য যে, ফুটবল খেলা যদি শরীর চর্চা, শারীরিক ও মানসিক বিকাশ, রোগ-বালাই নাশ ইত্যাদি উদ্দেশ্য হয়, তাহলে তা জায়েয। তখন এমন পোশাক পরা ভালো হবে যা হাঁটুর নিচ পর্যন্ত বর্ধিত করা থাকবে।

প্রশ্নকারী : ইমরান

ভৈরব, কিশোরগঞ্জ।


Magazine