কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮) : ছালাতে ভুল হয়েছে মনে করে ইমাম সাহেব সাহু সিজদা দিয়ে সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে মুক্তাদীগণ বললেন, ছালাত এক রাকআত কম হয়েছে। এখন করণীয় কী?

উত্তর : এমতাবস্থায় উক্ত রাকআত আদায় করে নিবে এবং সাহু সিজদা দিবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মাগরিবের দুই রাকআত ছালাত আদায় করে সালাম ফিরালেন। ছাহাবীগণ বললেন, ছালাত কম হয়েছে। তখন তিনি রাকআত পূর্ণ করলেন এবং সাহু সিজদা দিয়ে সালাম ফিরালেন (ছহীহ বুখারী, হা/৮২৯)।

প্রশ্নকারী : শাহিনুর রহমান

চট্রগ্রাম।


Magazine