কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৭) : গলায় স্কুলের identy card ঝুলানো যাবে কি? কুরআন-হাদীছের আলোকে জানতে চাই।

উত্তর: গলায় স্কুলের Identy card ঝুলানো জায়েয। কেননা তা শুধু পরিচয়ের জন্য ঝুলানো হয়ে থাকে। অন্য কোনো উদ্দেশ্যে নয়। তবে, তা ছবি মুক্ত হওয়া উচিত। আব্দুল্লাহ ইবনু মাসউদ রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে ছবি-মূর্তি অঙ্কনকারীদেরকে (ছহীহ মুসলিম, হা/২১০৯; নাসাঈ, হা/৫৩৬৪)। অন্য হাদীছে তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘ঐ বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না; যে বাড়িতে কুকুর ও ছবি-মূর্তি থাকে (ছহীহ বুখারী, হা/৫৬০৫)। তবে, যদি ছবি যুক্ত করতে বাধ্য করা হয় তাহলে, উপায়ান্তর না পেলে বাধ্য অবস্থায় ছবি যুক্ত করতে পারে। কেননা বাধ্যগত পরিস্থিতিতে হারাম জিনিস সাময়িকভাবে হালাল হয়ে যায়। মহান আল্লাহ বলেন, ‘অথচ আল্লাহ তোমাদের উপর যা কিছু হারাম করেছেন তা তিনি সবিস্তারে বর্ণনা করেছেন, তবে যদি তোমরা নিরূপায় হও (আল আন‘আম, ৬/১১৯)। (তবে ততটুকু নিষিদ্ধ বস্তু খেতে পার যাতে প্রাণে পাঁচতে পার)। তবে, অবশ্যই ছালাতের সময় তা খুলে লুকিয়ে রাখতে হবে।

প্রশ্নকারী : রাফিক হোসেন

কুচবিহার।

Magazine