কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭): ‘মাকামে মাহমূদ’ কি স্থান না মর্যাদা হিসেবে বুঝানো হয়েছে?

উত্তর: ‘মাকামে মাহমূদ’ দ্বারা মর্যাদা ও পদ বুঝানো হয়েছে, স্থান নয়। এটি এমন এক বিশেষ মর্যাদা ও সম্মান, যা আল্লাহ তাআলা কিয়ামতের দিন একমাত্র তাঁর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে প্রদান করবেন। মহান আল্লাহ বলেন, ‘আর রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের ছালাত আদায় করুন। এটি আপনার জন্য নফল ইবাদত। অচিরেই আপনার রব আপনাকে উত্তম মর্যাদাসম্পন্ন স্থানে (مَقَامًا مَّحْمُودًا) অবস্থান করাবেন’ (আল-ইসরা, ১৭/৭৯)। ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, কিয়ামতের দিন মানুষ হাঁটু গেঁড়ে বসবে, প্রত্যেক উম্মত তাদের নবীর কাছে গিয়ে বলবে, হে অমুক! আমাদের জন্য সুপারিশ করো। অবশেষে শাফাআত নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট পৌঁছবে। সেদিন আল্লাহ তাঁকে ‘মাকামে মাহমূদ’ অর্থাৎ সুপারিশ করার সম্মানিত পদে অধিষ্ঠিত করবেন। তিনি (নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, ‘এটাই সেই মাকাম, যেখানে আমি আমার রবকে প্রশংসা করব’ (ছহীহ বুখারী, হা/৪৭১৮)।

প্রশ্নকারী : শাহিদুল ইসলাম

কালিহাতী, টাঙ্গাইল।


Magazine