কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৫) : মুনাফিক্ব সরদার আব্দুল্লাহ ইবনু উবাই মারা গেলে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার জানাযা দেওয়ার ইচ্ছা করেছিলেন এবং মহান আল্লাহ তা করতে নিষেধ করেছিলেন?

উত্তর : হ্যাঁ, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাযা দেওয়ার ইচ্ছা করেছিলেন এবং তার জানাযার ছালাতও আদায় করেন। তবে পরবর্তীতে তা নিষিদ্ধ ঘোষণা করা হয়। আব্দুল্লাহ ইবনু উমার রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, মুনাফিক্ব সর্দার আব্দুল্লাহ ইবনু উবাই মৃত্যুবরণ করলে তার পুত্র আব্দুল্লাহ (যিনি ছাহাবী ছিলেন) রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বললেন, আপনার জামাটি আমাকে দান করুন। আমি সেটা দিয়ে আমার পিতার কাফন দিতে ইচ্ছা করেছি। আর আপনি তার জানাযা পড়াবেন এবং তার জন্য মাগফিরাত কামনা করবেন। নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামাটি তাকে দিলেন এবং বললেন, আমাকে খবর দিয়ো, আমি তার জানাযা আদায় করব। তিনি তাকে খবর দিলেন। যখন নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাযা আদায়ের ইচ্ছা করলেন, তখন উমার রযিয়াল্লাহু আনহু তার দৃষ্টি আকর্ষণ করে বললেন, আল্লাহ কি আপনাকে মুনাফিক্বের জানাযা আদায় করতে নিষেধ করেননি? তিনি বললেন, আমাকে তো দুটির মধ্যে কোনো একটি করার ইখতিয়ার দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ‘আপনি তাদের জন্য মাগফিরাত কামনা করুন বা না করুন (একই কথা) আপনি যদি ৭০ বারও তাদের জন্য ক্ষমা চান আল্লাহ তাদের ক্ষমা করবেন না’ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি ৭০ বারের চেয়ে বেশি ক্ষমা চাইব (আত-তওবা, ৯/৮০)। কাজেই তিনি তার জানাযা পড়লেন। অতঃপর আয়াত নাযিল হলো, ‘তাদের কেউ মৃত্যুবরণ করলে আপনি কখনোই তাদের জানাযা আদায় করবেন না’ (আত-তওবা, ৯/৮৪)।

প্রশ্নকারী : জুয়েল বিন মনিরুল ইসলাম

পত্নীতলা, নওগাঁ।


Magazine