কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫০) : ঈদের ছালাত শেষে পিতা-মাতার কবরের পাশে গিয়ে হাত তুলে দু‘আ করা যাবে কি?

উত্তর : পুরুষ ব্যক্তি কোনো দিন-ক্ষণ নির্ধারণ না করে যে কোনো দিনে কবর যিয়ারত করতে পারে এবং কবরস্থানে গিয়ে একাকী হাত তুলেও দু‘আ করতে পারে। কেননা আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘...তোমরা কবর যিয়ারত করো, কেননা তা মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়’ (ছহীহ মুসলিম, হা/৯৭৬; আবূ দাঊদ, হা/৩২৩৪; মুসনাদে আহমাদ, ৯৬৮৬)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্বীউল গারক্বাদ (গোরস্থানে) অনেকক্ষণ দাঁড়িয়ে দু’হাত তুলে দু‘আ করেছেন (ছহীহ মুসলিম, হা/৯৭৪; নাসাঈ, হা/২০৩৬-৩৭)। তবে, কবর যিয়ারতের জন্য কোনো দিনকে নির্দিষ্ট করে নেওয়া এবং দলবদ্ধভাবে দু‘আ করা বিদআত হবে। যেমন : ঈদের দিন, জুমআর দিন ইত্যাদি। কেননা যে সকল স্থানে দলবদ্ধভাবে দু‘আ করার প্রমাণ মিলে কবরস্থান তার অন্তর্ভুক্ত নয়। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি এমন আমল করল, যার ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নেই, তা প্রত্যাখ্যাত’ (ছহীহ বুখারী, হা/২৬৯৭; ছহীহ মুসলিম, হা/১৭১৮; মিশকাত, হা/১৪০)।

-ফরিদুল ইসলাম

ক্ষেতলাল, জয়পুরহাট।

Magazine