কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩১) : অবিবাহিত মেয়েকে বিবাহের প্রলোভন দেখিয়েঅবিবাহিত পুরুষ যেনা করে। এখনমেয়েটি গর্ভবতী।ছেলেটি ঐ মেয়েটিকে বিবাহ করতে অনিচ্ছুক। ইসলামী শরীয়াতে এর সঠিক সমাধান কী?

উত্তর : বিবাহের পূর্বে নারী-পুরুষের সকল সম্পর্ক হারাম। সুতরাং তাদের উপর হদ্দ (যেনার নির্ধারিত শাস্তি) প্রয়োগ করতে হবে (আন-নূর, ২৪/২)। আর এই শাস্তি কার্যকরের দায়িত্ব সরকারের। আর তাদের মাঝে বিবাহের বিষয়টি এমন যে, বিচারক তাদের মাঝে বৈবাহিক বন্ধন সৃষ্টির জন্য চেষ্টা করবে বা বিবাহের প্রস্তাব প্রদান করবে। তবে যদি তাদের কেউ বিবাহতে অসম্মতি ব্যক্ত করে তাহলে, জোরপূর্বক তাদের মাঝে বিবাহ করানো যাবে না। উবায়দুল্লাহ ইবনু ইয়াযিদ রাহিমাহুল্লাহ তার পিতা হতে বর্ণনা করেন, একজন ছেলে একজন মেয়ের সাথে অপকর্ম করল। অতঃপর উমার রাযিয়াল্লাহু আনহু যখন মক্কায় আগমণ করলেন তখন তার সামনে এই মামলাটি পেশ করা হলো। তিনি তাদের দুইজনকে জিজ্ঞাসা করলেন, তারা দুইজন এই অপকর্মের স্বীকারক্তি প্রদান করল। তিনি তাদের দুইজনকে (যেনার শাস্তি) বেত্রাঘাত করলেন এবং তাদেরকে একত্রিত করার (বিবাহ বন্ধনে আবদ্ধ করার) আশা ব্যক্ত করলেন। ছেলেটি তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন (মুসনাদ আশ-শাফেঈ, হা/৩৮; সুনানুল কুবরা, হা/১৩৬৫৩)। অত্র হাদীছ প্রমাণ করে যে, উমার রাযিয়াল্লাহু আনহু তাদের সম্মান ও ইজ্জতের বিষয়টি ভেবে তাদের মাঝে বিবাহ করানোর ইচ্ছা প্রকাশ করেছেন কিন্তু ছেলে অসম্মতি থাকায় তিনি আর কিছু বলেননি। উল্লেখ্য যে, গর্ভের সন্তানটি ওয়ালাদু-যিনা (যেনার সন্তান) হিসাবে বিবেচিত হবে।

Magazine