কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩) : সুন্নাত ছালাতের কাযা আদায় করা যাবে কি?

উত্তর : হ্যাঁ, সুন্নাত ছালাতেরও কাযা আদায় করা যাবে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি ফজরের দুই রাকআত সুন্নাত (ফরযের পূর্বে) আদায় করতে পারেনি সে সূর্য উঠার পর তা আদায় করবে’ (তিরমিযী, হা/৪২৩)। কুরাইব রাহিমাহুল্লাহ উম্মু সালামা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণনা করেন যে, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পর দুই রাকআত ছালাত আদায় করলেন এবং বললেন, ‘আব্দুল কায়স গোত্রের লোকেরা আমাকে যোহরের পরবর্তী দুই রাকআত ছালাত আদায় হতে (বিরত করে) মশগুল রেখেছিল’ (ছহীহ বুখারী, ১/১২১)। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি যোহরের পূর্বে চার রাকাআত না আদায় করতেন তবে যোহরের (ফরযের) পর তা আদায় করতেন (তিরমিযী, হা/৪২৬)। এই হাদীছগুলো প্রমাণ করে যে, সুন্নাত ছালাতেরও কাযা করা যাবে।

প্রশ্নকারী : মো. রায়হান

যশোর।


Magazine