কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৭): আল্লাহ কোনো ব্যক্তির উপর সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট এটা বুঝার কোনো উপায় আছে কি?

উত্তর: বান্দার উপর আল্লাহর সন্তুষ্টির আলামত হলো- ১. আল্লাহ তাকে সৎকাজ করা ও হারাম থেকে দূরে থাকার তাওফীক দিবেন। আল্লাহ তাআলা বলেন, ‘যারা সৎপথ অবলম্বন করে, তাদেরকে আল্লাহ সৎপথে চলার শক্তি বৃদ্ধি করেন এবং তাদেরকে ধর্মভীরু হওয়ার শক্তি দান করেন’ (মুহাম্মাদ, ৪৭/৪৭)। ২. তার হৃদয়কে ইসলাম বুঝার জন্য খুলে দেন। আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহ কাউকে সৎপথে পরিচালিত করার ইচ্ছা করলে, তিনি তার হৃদয়কে ইসলামের জন্য প্রশস্ত করে দেন এবং কাউকে বিপথগামী করার ইচ্ছা করলে তিনি তার হৃদয়কে অতিশয় সংকীর্ণ করে দেন; তার কাছে ইসলাম অনুসরণ আকাশে আরোহণের মতোই দুঃসাধ্য হয়ে পড়ে’ (আল-আনআম, ৬/১২৫)। আল্লাহ যার মঙ্গল চান, তাকে দ্বীনের জ্ঞান দান করেন (ছহীহ বুখারী, হা/৭১)। ৩. দুনিয়াতে মানুষের মাঝে ভালোবাসা পাওয়াও আল্লাহর সন্তুষ্টির একটি আলামত। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি জিবরীল আলাইহিস সালাম-কে ডেকে বলেন, নিশ্চয়ই আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, কাজেই তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরীল আলাইহিস সালাম-ও তাকে ভালোবাসেন এবং জিবরীল আলাইহিস সালাম আকাশের অধিবাসীদের মধ্যে ঘোষণা করে দেন যে, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন। কাজেই তোমরা তাকে ভালোবাসো। তখন আকাশের অধিবাসী তাকে ভালোবাসতে থাকে। অতঃপর পৃথিবীতেও তাকে সম্মানিত করার ব্যবস্থা করে দেওয়া হয় (ছহীহ বুখারী, হা/৩২০৯)।

প্রশ্নকারী :  আব্দু্স সালাম

মোহনপুর, রাজশাহী।


Magazine