কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫) : ক্বিরাআত ও তেলাওয়াতে যথেষ্ট ভুল করেন এমন একজন প্রভাবশালী ব্যক্তি আমাদের ছালাতের ইমামতি করেন। তার ভুলগুলো তুলে ধরলে তিনি তাকে বকাবকি, মারধর এমনকি সমাজ থেকে বের করে দেন। এমতাবস্থায় তার পিছনে ছালাত আদায় করব, না-কি অন্য কোথাও ছালাত আদায় করব?

উত্তর : চলন্ত ইমামকে সম্মান দেখিয়ে তার পিছনেই ছালাত আদায় করতে হবে। তবে তার কোনো ভুল-ত্রুটি দেখলে তাকে পরামর্শ দিতে হবে। বাকবিতণ্ডা বা তর্কে লিপ্ত হওয়া যাবে না। আবূ উমামা রযিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করবে আমি তার জন্য জান্নাতের বেষ্টনীর মধ্যে একটি ঘরের যিম্মাদার; আর যে ব্যক্তি তামাশার ছলেও মিথ্যা বলে না আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের যিম্মাদার আর যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করেছে আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থিত একটি ঘরের যিম্মাদার’ (আবূ দাঊদ, হা/৪৮০০)। 

সাথে সাথে ইমামের ভুলের জন্য তিনিই দায়ী হবেন; মুছল্লীরা নয়। সুতরাং এমতাবস্থায় তার পিছনেই ছালাত আদায় করবে। আবু হুরায়রা রযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, (পরবর্তী ইমাম ও আমীরগণ) তোমাদের ছালাত পড়াবে, যদি তারা ঠিকমতো পড়ায় তাহলে তো তা তোমাদের সবার জন্য ভালো, আর বেঠিক পড়ালে তা তোমাদের জন্য নেকী কিন্তু তাদের জন্য গোনাহ (ছহীহ বুখারী, হা/৬৯৪; মিশকাত, হা/১১৩)।

 প্রশ্নকারী : আল-আমীন ইসলাম

পুঠিয়া, রাজশাহী।

Magazine